জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ-এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) আলোচনা সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ-এর সাধারণ সম্পাদক এ আর মামুন-এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. শাহজালাল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবাসী ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও তাহিন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিদেশ থেকে ফেরত আনতে প্রবাসীদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ। তিনি বলেন, ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ করে ক্ষান্ত হয়নি, তার মৃত্যুর পরবর্তীতেও বাংলাদেশের সঠিক ইতিহাস বিলুপ্ত করার পায়তারা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সরকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ-এর সহ-সভাপতি স্বপ্ন মাদবর, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি রনি আহমেদ, সদস্য নিজাম, আনোয়ার, লিটন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রবাসী মাওলানা মো. আল-আমিন।

এফকে