দুবাই প্রবাসী আবু তাহেরের জানাজা সম্পন্ন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে নিহত মুহাম্মদ কাজী আবু তাহেরের (৫৩) নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টা ৩০মিনিটের দিকে দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতালের জামে মসজিদের সামনে হল রুমে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আমিরাতে অবস্থিত নিহতের আত্মীয় ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশ গ্রহণ করেন। নিহতের সন্তান মুহাম্মদ কাজি তাজবিদুল আমিন রুহান এ তথ্য জানান।
বৃহস্পতিবার তার লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে দুবাই দেরা বাংলা বাজার হাজ্বী মোস্তাফা গ্লোসারিতে স্ট্রোক করে কাজী আবু তাহেরের মৃত্যু হয়।
আবু তাহের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-পূর্ব ফরহাদাবাদ নুর কাজির বাড়ির মৃত কাজি ফয়জুল কুদ্দুসের ছেলে। গত ৩৪ বছর ধরে আমিরাতে বসবাস করছেন তিনি।
এমএসএ