সাইপ্রাসে অভিবাসনবিরোধী বিক্ষোভ থেকে সহিংসতা, গ্রেপ্তার ১৩
সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলে অভিবাসন ও উদ্বাস্তু বিরোধী একটি বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে পাঁচ জন আহত হয়। বিক্ষোভকারীরা এসময় আবর্জনা পুড়িয়েছে এবং কিছু দোকান ভাঙচুর করেছে।
বিজ্ঞাপন
অভিবাসনবিরোধী ওই বিক্ষোভ থেকে কয়েকজন প্রবাসী হামলার শিকার হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে সাইপ্রাসের গণমাধ্যমগুলো।
আল জাজিরার খবরে বলা হয়, বিক্ষোভকারীদের দমনে পুলিশ জলকামান ব্যবহার করেছে। স্থানীয়রা যখন বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসেন, তখন তাদের কয়েকজনের হাতে ‘শরণার্থীদের স্বাগত নয়’ এমন প্ল্যাকার্ড ছিল।
বিজ্ঞাপন
/এসএসএইচ/