কানাডায় সংগীতশিল্পী রিতা কর্মকারকে সংবর্ধনা
বিশিষ্ট সংগীতশিল্পী ড. রিতা কর্মকারকে সংবর্ধনা দিয়েছে কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিরা। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যাপক শেখর কুমার স্যানালের সভাপতিত্বে ও নীলাঞ্জনা রায়ের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রীসুফল বৈরাগী, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, অজিত মুহুরী, খোকন সিকদার, জয়ন্ত বসু, দেবাশিস রায়, ডা. পরিমল নাথ, সুব্রত বৈরাগী, মাধবী রায়, শাপলা রায়, সুপর্ণা বণিক শুভ্রা, রিতা কর্মকারের স্বামী রঞ্জন নন্দী, তার ছেলে রাতুল এবং নীলাঞ্জনা রায়সহ ক্যালগেরির সুধীজনরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রিতা কর্মকারের স্বামী রঞ্জন নন্দী আয়োজকদের ধন্যবাদ জানান।
ড. রিতা কর্মকার ঢাকা পোস্টকে বলেন, ক্যালগেরিবাসীর ভালোবাসা আর আন্তরিকতায় আমি অভিভূত। আমার এই সাফল্যের পেছনে রয়েছে তাদের উৎসাহ ও ভালোবাসা। বিশেষ করে আমার পরিবারের কাছেও আমি কৃতজ্ঞ। আর যার কথা না বললেই নয়, সে আমার স্বামী রঞ্জন নন্দী। তার সহযোগিতা না পেলে আমি কিছুতেই পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারতাম না। সবাই দোয়া করবেন, যাতে আমি সমাজ ও কমিউনিটি আরও ভালো কিছু উপহার দিতে পারি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ড. রিতা কর্মকার আমেরিকা থেকে ‘অর্গানাইজেশানাল লিডারশিপে’ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ঢাকার বাসিন্দা রীতা অনার্স ও মাস্টার্স করেছেন ব্যবসায় প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কানাডায় আসার পর করেছেন এমবিএ।
এছাড়াও তিনি ঢাকার ঐতিহাসিক সংগঠন ‘ছায়ানট’ থেকে সংগীতে স্নাতক। প্রখ্যাত রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহেদুল হক এবং বিশ্বভারতীর দেশিকোত্তম প্রফেসর ড. সানজিদা খাতুনের থেকে রবীন্দ্রসংগীতের শিক্ষালাভের সৌভাগ্য রয়েছে রীতার। এছাড়াও পেরুর রাজধানী লিমাতে সপ্তাহব্যাপী ‘ওয়ার্ল্ড মিউজিক ওয়ার্কশপে’ অংশ গ্রহণের অভিজ্ঞতাও রয়েছে তার।
দীর্ঘ দিন বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশানের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ক্যালগেরির বঙ্গসংস্কৃতি অঙ্গনে রীতার রয়েছে প্রভূত অবদান। এতো কিছুর পরেও তিনি ক্যালগেরিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
এমএ