যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সন্দ্বীপ কাপ ইউএসএ’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন সন্দ্বীপের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা গ্লোবাল পিস অ্যাম্বাসেডর ড. আবু জাফর মাহমুদ।

নিউইয়র্কের ব্রুকলীন প্রোসপেক্ট পার্কে সন্দ্বীপ ইউনাইটেড উত্তর আমেরিকার আয়োজনে শুরু হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।

উদ্বোধনী বক্তব্যে নিউইয়র্ক তথা মার্কিন যুক্তরাষ্ট্রে সন্দ্বীপবাসীর শিল্প সংস্কৃতি ও নিজস্বতা নিয়মিত অনুশীলনের প্রসঙ্গ তুলে ধরে ড. আবু জাফর মাহমুদ বলেন, সন্দ্বীপ কাপ ইউএসএ শুধু বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ নয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যেও অসাধারণ এক দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সন্দ্বীপ ইউনাইটেড উত্তর আমেরিকার প্রধান সংগঠক শেখ মো.ফেরদৌস ও মোশাররফ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজন কমিটিতে আমগীর হোসাইন আহ্বায়ক, নিজামুল ইসলাম সিজার প্রধান সমন্বয়কারী ও সাইফুল ইসলাম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

/এসএসএইচ/