ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগ দিলেন বিচারক স্বপ্নারা খাতুন
ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বোর্ডে ট্রাস্টি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক স্বপ্নারা খাতুন। এই ট্রাস্ট প্রবাসী নেতৃত্বাধীন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা দক্ষিণ এশিয়ার জন্য কাজ করে থাকে।
স্বপ্নারা খাতুন একজন সার্কিট জজ এবং ডেপুটি হাইকোর্টের বিচারক, যিনি লন্ডনে পারিবারিক ও ফৌজদারি মামলা পরিচালনা করেন।
বিজ্ঞাপন
এর আগে তিনি ২৪ বছর ধরে ব্যারিস্টার হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন বিশেষজ্ঞ সরকারি উপদেষ্টা সংস্থা, ফ্যামিলি জাস্টিস কাউন্সিলেও। খাতুন স্বপ্নার বিভিন্ন দাতব্য সংস্থার বোর্ডে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তিনি বর্তমানে এক্সেস টু জাস্টিস ফাউন্ডেশনের লর্ড চিফ জাস্টিসের মনোনীত ট্রাস্টি। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হোলওয়ে কর্তৃক সম্মানসূচক ডক্টর অব লস উপাধিতে ভূষিত হন এবং এর কলেজ কাউন্সিলের সদস্য। স্বপ্নারা খাতুন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের অনারারি ল ফেলো।
নিয়োগের বিষয়ে স্বপ্নারা খাতুন বলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আমি ট্রাস্টের দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখতে বিশেষজ্ঞ জ্ঞান ও কৌশলগত দিকনির্দেশনা দেব।
বিজ্ঞাপন
দক্ষিণ এশিয়ায় ব্যাপক দারিদ্র্য, বৈষম্য ও অবিচার মোকাবিলায় ২০০৭ সালে সাবেক প্রিন্স অব ওয়েলস এবং একদল ব্রিটিশ এশীয় ব্যবসায়ী নেতা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।
/এসএসএইচ/