কুয়েতে ছুরিকাঘাতে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর।

৩ সপ্তাহ আগে কুয়েতের আল-মাতলা এলাকায় ওই বাংলাদেশিকে হত্যা করা হয়। তারপরই চার জনকে গ্রেপ্তার করা হয়। হত্যার ঘটনায় পঞ্চম সন্দেহভাজন এখনো পলাতক।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা নিহত ব্যক্তির সহকর্মী ছিলেন। তারা বাংলাদেশিকে হত্যা করার কথা স্বীকার করেছে।

খাইতান, ওয়াফরা, জিলিব ও আল-মাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে মাতলা এলাকার একটি ভবনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

/এসএসএইচ/