জার্মান-বাংলাদেশ সমিতি আউগবুর্গের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জার্মান-বাংলাদেশ সমিতি আউগবুর্গের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) জার্মানির আউগবুর্গের ঐতিহাসিক ছোট গোল্ডেন হলে এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
শুরুতে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্ন্যাকস বক্সসহ নানা রকম পানীয়। আপ্যায়ন শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। নওরিন আহমেদ ও আন্নালেনা ভাগ্নারের দ্বৈত উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে জার্মান তরুণী আন্নালেনা ভাগ্নার বাংলা ভাষায় উপস্থাপনা যেন জার্মান বাংলাদেশ সমিতি নামটিকে যথার্থ করে তোলে।
বিজ্ঞাপন
প্রধান অতিথি জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া ও অতিথিদের আসন গ্রহণের পরই জার্মান-বাংলাদেশ সমিতি আউগবুর্গের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফজলুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।
তিনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংগঠনটির জন্মলগ্ন থেকে আউগবুর্গ ও বাংলাদেশে তাদের কর্মযজ্ঞ তুলে ধরেন। সংগঠনটির সব সাংস্কৃতিক ও সামাজিক কাজের এক সচিত্র প্রতিবেদন দর্শকরা উপভোগ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে জার্মান-বাংলাদেশ সমিতির বিভিন্ন কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
আউগবুর্গের মেয়র মার্টিনা ভিল্ড বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূতসহ উপস্থিত সবাইকে আউগবুর্গ শহরের এই চমৎকার হলে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি একটি বহুজাতিক-বহুমাত্রিক সাংস্কৃতিক গোষ্ঠীর শান্তির শহর আউগবুর্গে জার্মান-বাংলাদেশ সমিতির পঁচিশ বছরের কর্মের ভূয়সী প্রশংসা করেন এবং আউগবুর্গে এমন সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অতিথিদের বক্তব্যের পর ‘গণতান্ত্রিক জীবন দর্শন’ শিরোনামে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া, নেতাজী সুভাষ বোস কন্যা প্রফেসর ড. আনিতা বোস- পাফ্ফ। আরও ছিলেন আউগবুর্গশহরের ইন্টিগ্রেশন ও ইমিগ্রেশন বিভাগের ব্যুরো প্রধান ড. মারগ্রেট স্পোন। এ পর্বের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রফেসর ড. ফিলিপ আন্দ্রেসন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল সংগীত সন্ধ্যা। এ পর্বে স্থানীয় স্বনামধন্য সংগীত শিল্পীদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেয়। মিনহাজ দীপনের তত্ত্বাবধানে পরিবেশনায় ছিলেন বার্লিন থেকে আগত অপূর্ব বিশ্বাস ও তার স্ত্রী বৈশাখী বিশ্বাস, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী আলোকানন্দ সুব্রিতা বিন্তি। এছাড়াও ছিল কিংবদন্তি শিল্পী বাপ্পা মজুমদার ও তার দলের চমৎকার পরিবেশনা।
অনুষ্ঠানে আউগবুর্গের ইন্টিগ্রেশন ও ইমিগ্রেশন কমিশনের সভাপতি ডিডেম কারাবুলুটসহ ২০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
/এসএসএইচ/