আইডিইবি ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের মাঝে সমঝোতা
উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে উদ্যোক্তা বিকাশ ও উন্নয়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি)
চলমান উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে আইডিইবি ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের মাঝে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। আইডিইবি'র পক্ষে ইনস্টিটিউশনের সভাপতি ও জেন-বাংলাদেশের পরিচালক প্রকৌশলী এ কে এম এ হামিদ এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোনাথন অটম্যানস সমঝোতা স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি'র রিসার্চ ফেলো প্রকৌশলী মো. এনামুল হক ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর ম্যাট স্মিথ।
প্রসঙ্গত, আইডিইবি'র প্রতিনিধিবৃন্দ জেন-বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে অংশগ্রহণ করেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইডিইবি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌগ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
আইডিইবি’র প্রত্যাশা, এ ধরনের যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপকভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। যা দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
এমএএস