আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গাজীপুর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জার্মানি। শনিবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্বোধন উপলক্ষ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ নিড অডিটোরিয়ামে দেশটিতে বসবাসরত গাজীপুরের প্রবাসীদের নিয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আনোয়ার উদ্দীনের কোরআন তেলওয়াত ও সজন কুমার চক্রবর্তীর গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহফুজ ফারুক। 

সভা পরিচালনা করেন সদস্যসচিব মেহেদী হাসান। সভায় উপস্থিত সবার ঐক্যমত্যের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন মাহফুজ ফারুক, সজন কুমার চক্রবর্তী, মোবারক হোসাইন, বেলাল আবেদীন ও শামীমা আক্তার। 

সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হন বিশিষ্ট ব্যবসায়ী রোকন ফয়সাল, সহ-সভাপতি আতাউল হক ও সহ-সভাপতি মাসুমা রাহমান।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইন, মাখন সরকার ও তাসমিন সুলতানা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার নেয়ামত উল্লাহ, রাসেদ ভূইয়া ও এলিন বেপারী। এছাড়া কোষাধ্যক্ষ পদে আনোয়ার উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কৌশিক আবেদীন, শিক্ষা-সংস্কৃতি ও শিশু বিষয়ক সম্পাদক পদে থাকছেন রিফাত। এছাড়া সদস্য হিসেবে থাকছেন সামী রাহমান। 

অনুষ্ঠানে প্রবীণ ও নতুন প্রজন্মের অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জার্মানির ফ্রাঙ্কফুটসহ জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দুপুরের খাবার, বিকেলের চা-নাস্তার আড্ডা ও ছোট সোনামণিদের খেলাধুলায় গাজীপুর জেলার প্রবাসীদের এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। সমাজসেবামূলক এই সংগঠন সৃষ্টির মাধ্যমে জার্মানিতে বসবাসরত গাজীপুর জেলার প্রবাসীদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা পূরণ হলো। সংগঠনটির মধ্য দিয়ে ভবিষ্যতে জার্মানিতে বসবাসরত গাজীপুরবাসীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উৎসবে একত্রিত করবে। এর মাধ্যমে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শক্ত মেলবন্ধন তৈরি হবে।

কেএ