মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের আনন্দ ভ্রমণ
মালয়েশিয়ায় মাইশা কনস্ট্রাকশন কর্মীদের প্রজেক্ট শেষ হয়েছে। এ কারণে মাইশা গ্রুপ অব কোম্পনির উদ্যোগে মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের পরিচালনায় গত শনি ও রোববার দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
গত শনিবার সকাল ৭টায় কোম্পানিটির জিনজাং, কুয়ালালামপুরের অফিসের সামনে থেকে বাস যোগে যাত্রা শুরু করে বুকিত পারমাতা হয়ে লুমুট জেটি থেকে ফেরিতে ২০ মিনিট পরেই তেলুক নিপা বীচের পাংকোর আইল্যান্ডে গিয়ে থামে। পরে ৫টি মিনি বাসে করে সাড়ে ১২টায় হোটেলে পৌঁছালে, হোটেল কর্মীদের অভ্যর্থনায় শুরু হয় মূল ভ্রমণ।
বিজ্ঞাপন
হাফেজ মাওলানা জাফর হোসাইনীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কোম্পানিটির চিফ এক্সেকিউটিভ অফিসার মিন্টু, এমডি ইসহাক ও কোম্পানির ম্যানেজার ফজলে সজল।
আনন্দ ভ্রমণ নিয়ে কোম্পানির সুপারভাইজার সাইফুল, হারুন ও আজমীর হোসেন বলেন, প্রজেক্ট শেষে আমাদের মতো কর্মীদের জন্য এমন আনন্দ ভ্রমণের ব্যবস্থা সত্যি এক আনন্দের। আমাদের সামনে যেখানে অনেক কর্মীর কাজ মিলছে না আবার কাজ করেও মাসের পর মাস বেতন পাচ্ছে না, সেখানে আমরা বেতন বোনাস পাওয়ার পর পাচ্ছি বসের সঙ্গে ঘোরার আনন্দ।
বিজ্ঞাপন
এসএসএইচ