যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে শেখ রাসেলের জন্মদিন পালিত
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়’— এই প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল দিবস পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
দিনটি উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজের সঞ্চালনায় হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্র হটজিক্স, ভারতের ডেপুটি হাইকমিশনার মায়াংক সিং, শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার ডি আমানুল্লাহ ও মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট।
হাইকমিশনার বলেন, মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিন বয়সে এই প্রতিভাবান শিশুর জীবনপ্রদীপ নিভে যায়। খুনিরা শিশু রাসেলকে হত্যা করলেও তার স্মৃতি ও চেতনা হত্যা করতে পারেনি। শেখ রাসেলের স্মৃতি ছড়িয়ে দিতে ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই নারকীয় হত্যাকাণ্ড যেন পৃথিবীর আর কোনো দেশেই না ঘটাতে পারে সেজন্যে বিশ্বনেতাদের সজাগ থাকতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মো. মনির হোসেন, প্রবাসী ডা. সুজন চন্দ্র পাল, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিইও মাসুদুর রহমান ও সোশ্যাল ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে একটি কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
কেএ