এবারের একুশে বইমেলায় এসেছে কুয়েত প্রবাসী কবি সেলিম রেজার একক সপ্তম গ্রন্থ ‘আকাশে উড়ুক্কু শব্দমালা’। দৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি মেলায় লিটল ম্যাগাজিন চত্বরের স্টল ১০-এ পাওয়া যাচ্ছে।

সেলিম রেজার কবিতায় সমাজ ও সমকালের ছবি দারুণভাবে প্রত্যক্ষ করা যায়। প্রবাসে বসবাস করলেও তিনি প্রতিনিয়ত দেশের কথা ভাবেন। এ কারণে তার কবিতায় উঠে আসে বাংলাদেশের ষড়ঋতুর নানান প্রপঞ্চ। 

অন্যান্য কাব্যগ্রন্থের মতো আকাশে উড়ুক্কু শব্দমালাতেও কবিতাগুলোতেও তিনি প্রকৃতির সঙ্গে ভাবের সম্মিলন ঘটিয়েছেন। ফলে তার কবিতা হয়ে উঠেছে সুখপাঠ্য ও নান্দনিক।

সেলিম রেজা বলেন, মানুষের মনের অলি-গলি সম্পর্কিত অব্যক্ত ভাষা ও নানা আবেগীয় কথামালায় সাজানো আকাশে উড়ুক্কু শব্দমালা। সব শ্রেণীর পাঠক এই গ্রন্থের কবিতাভুবনে ডুব দিয়ে রসাস্বাদন করতে পারবেন বলে আমার বিশ্বাস।

কুয়েত প্রবাসী কবি সেলিম রেজা ২ জানুয়ারি ১৯৮১ সালে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়ায় জন্মগ্রহণ করেন। কুয়েতে তিনি তানজিফকো কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএইচ