অস্ট্রেলিয়ার সিডনিতে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিজয়া মহাসম্মিলন। গত ৪ নভেম্বর সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ মহাসম্মিলন। ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’ আহ্বান সামনে রেখে সিডনিসহ গোটা অস্ট্রেলিয়ার ২৩টি পূজা ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে এ সুবিশাল বিজয়া উদযাপন আয়োজন করে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাংলাদেশি সপরিবার অংশগ্রহণ করে।

বিজয়া মহাসম্মিলনে আরও উপস্থিত ছিলেন দেশটির সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকে। আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করারও ছিল। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং ঢাক ও শঙ্খ বাজিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর পবিত্র গীতা পাঠ করা হয়।

পরে পুরো অস্ট্রেলিয়ায় উদযাপিত পূজার দৃশ্যায়ন দিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সম্মিলিত শক্তিতে অশুভ শক্তিকে রুখে দেওয়ার বার্তা প্রচার করা হয়। এরপর সিডনির স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিজয়া মহাসম্মিলন।

অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী সোফি কটসেস এই সমন্বিত বর্ণিল ও প্রাণোচ্ছল উৎসব উদযাপনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে এমন উৎসব ও উদ্যোগ নিশ্চিতভাবেই কমিউনিটিতে প্রাণ ও প্রেরণা সঞ্চার করবে।

এসএসএইচ