নানা আয়োজনের মধ্য দিয়ে ইথিওপিয়ায় বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে পহেলা বৈশাখ ১৪২৮ উদযাপন করা হয়েছে।  

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৪ এপ্রিল এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ইথিওপিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ইথিওপিয়ার নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক পর্ব, মজার খেলাধুলা এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের প্রথম ভাগে শিশু, নারী ও পুরুষদের জন্য আয়োজিত ভিন্ন ভিন্ন খেলায় আমন্ত্রিত অতিথিরা সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত।

এসকেডি