স্পেনে হবিগঞ্জবাসীর মিলনমেলা ২৪ ডিসেম্বর
স্পেনে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হবে আগামী ২৪ ডিসেম্বর।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৪ ডিসেম্বর সংগঠনের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সায়েদ মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির। এসময় আরও বক্তব্য রাখেন মোশাইদ আহমদ, ইমরান মিয়া, সাইফুল আমিন, সাইফুল মিয়া ও হামিদুর রাহমান।
বিজ্ঞাপন
সভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।
এসময় মাদ্রিদে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীদের স্বতঃস্ফূর্তভাবে ২৪ ডিসেম্বরের মিলনমেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়।
কেএ