বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ ও বিএনপি। দিবস উপলক্ষ্যে রাজধানী মালের ভিলা কলেজ অডিটোরিয়াম এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের নিযুক্ত বাংলাদেশ আইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রিচ গ্রুপ কোম্পানির সিইও এবং সিআইপি সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্য হাইকমিশনার বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে সাড়ে ৭ কোটি বাঙালি যে রক্তাক্ত মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে তার গৌরবোজ্জ্বল সফল পরিসমাপ্তি ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাধীনতার রক্ষায় দায়িত্ব হাতে নিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মেহের রানা, সহ-সভাপতি মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার, মো. হাফিজুর রহমান, মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান  প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মাসুম বিল্লাহ। 

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএ