দক্ষিণ কোরিয়ার অন্যতম সামাজিক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার ৯ম নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এক দশক আগে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ইপিএস কর্মীদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রোববার (১৭ ডিসেম্বর) সিউলের ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলো রুমে অনুষ্ঠিত হয়েছে ইপিএস কর্মীদের প্রিয় সংগঠনের এ নির্বাচন। 

ইপিএস বাংলা কমিউনিটির সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদের ৫ সদস্য নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে তাদের আগামী বছর তথা ২০২৪ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহিদ খাঁন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আব্দুর রশিদ মণ্ডল। 

উল্লেখ্য, ২০১২ সালে কিছু উদ্যমী ব্যক্তির দ্বারা পরিচালিত ফেইসবুক গ্রুপ ‘ইপিএস বাংলা’ গ্রুপের মাধ্যমে উক্ত প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। পরে ২০১৫ সালে ভার্চুয়াল জগত হতে বের হয়ে সমন্বয়ক কমিটির মাধ্যমে ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’ নামে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

ইতিপূর্বে তাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান সংগঠন হিসেবে প্রতিটি ইপিএস কর্মীদের মনে জায়গা করে নিয়েছে।  

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাদেরকে নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী বছরে কমিউনিটির কার্যক্রম পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমএ