মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়ালালামপুরে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সভাপতি দাতো আব্দুল রউফ লিটন।

সংগঠনটির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বা‌য়ক এম রেজাউল করিম রেজা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বা‌য়ক মো: জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. রানা কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক আনিছুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ফেরদাউস, আইন বিষয়ক সম্পাদক জান্নাতুল নাইমা পুশন, সদস্য সালমা বেগম, জোনায়েত হোসেন কাজল, যুবলীগ নেতা বাবলা মজমদার, মো. তরিকুল আলম চৌধুরী, মো. লাল্টু বিশ্বাস, মো. সাখাওয়াত হোসেন সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বা‌য়ক এম রেজাউল করিম রেজা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি পেয়েছি। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন গুছিয়ে আনছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একাত্তরের পরাজিত শক্তির হাতে নিহত হন বঙ্গবন্ধু।

তিনি বলেন, সে পরাজিত শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

পিএইচ