বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের কমিটি গঠন
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার এক রেস্টুরেন্টে এক সভা করা হয়।
সভায় সবার সম্মতিতে আগামী ২০২৪-২০২৫ সালের জন্য আবুল কাশেম মুকুলকে সভাপতি ও ডালিম বেপারী রাজু সাধারণ সম্পাদক এবং শাহাবুদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সাবেক সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— বাহারুল আলম, মোহাম্মদ কিবরিয়া ও আবুল কাশেম।
বিজ্ঞাপন
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. ইউছুফ, সহ-সভাপতি দিদারুল আলম, মো. সোলায়মান, বাবলু খান, জালাল আহমেদ, শেখ ফরিদ সুমন, মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন, মো. সুমন, নজরুল ইসলাম, ইয়াছিন আরাফাত শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফয়সাল, প্রচার সম্পাদক মো. ইয়াছিন, সহ প্রচার সম্পাদক মো. সোহেল, কোষাধ্যক্ষ স্বপন আহমদ, সহ কোষাধ্যক্ষ নাজমুল হোসাইন জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হারুন, হিন্দু বিষয়ক সম্পাদক সুমন রায়, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আফাজ উদ্দিন, সদস্য বিল্লাল হোসেন শাকিল, আবুল কালাম, আনোয়ারুল হাছান, মোহাম্মদ নাঈম উদ্দিন, হারুন বাহার উল্লাহ, মো. সোহাগ, মো. রাসেল, মো. মিজান।
নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম মুকুল ও সাধারণ সম্পাদক ডালিম বেপারী রাজু তাদেরকে এ মহান দায়িত্ব দেওয়ার জন্য নোয়াখালী বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সংগঠন পরিচালনা করতে নোয়াখালীবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
এমএ