মালদ্বীপে টানা ২ দিনের ভারী বৃষ্টিতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। রাজধানীও তার আশেপাশে এলাকায় প্রায় ১১০টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় শহরের কিছু বাসিন্দাকে  নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

খারাপ আবহাওয়ার ফলে রোববার (৩১ ডিসেম্বর) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের (ভিআইএ) বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির  রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু এদিন রাজধানী মালে শহরের বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিক সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বন্যায় রাস্তায় পানি নিষ্কাশন করতে এবং ভবনের প্রবেশপথে বালির ব্যাগ স্তূপ দিয়ে পানি আটকাতে সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস পরিষেবা বলেছে, আরব সাগরের উপর তৈরি একটি নিম্নচাপ অঞ্চলের কারণে খারাপ আবহাওয়া আরও বেড়েছে।

মালদ্বীপ আবহাওয়া পরিষেবা প্রাথমিকভাবে রোববার মালেতে একটি কমলা সতর্কতা জারি করেছিল।

জানা গেছে, উত্তরপূর্ব মৌসুমী (ইরুভাই বর্ষা) শুরু হওয়ার কারণে গত সপ্তাহ থেকে মালদ্বীপ খারাপ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।

পিএইচ