দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান কুয়েত রাষ্ট্রদূতের
কুয়েতে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বিভিন্ন পেশায় আসা প্রবাসীরা ইচ্ছা করলে নির্দিষ্ট কাজের শেষে সময়-সুযোগ থাকলে নিজের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে পারে।
জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এই আহ্বান জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত আরও বলেন, কুয়েত সরকার স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশ থেকে নার্স, টেকনেশিয়ানসহ দক্ষ শ্রমিক নেওয়া শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে অন্যান্য খাতে দক্ষ শ্রমিক সংখ্যা বাড়বে।
এ ছাড়াও সরকারিভাবে গৃহস্থালি বাসাবাড়িতে কাজের জন্য নারী শ্রমিকের ভিসা চালু ও লামানা প্রক্রিয়া (বিশেষ অনুমিত) শিথিল করাসহ অন্যান্য বিষয়ে চলতি বছরে বাংলাদেশ এবং কুয়েত দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক করার বিষয়ে চেষ্টা চলছে বলেও জানান রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
একইসঙ্গে প্রবাসীদের ভিসা ফি কমানো, কর্মহীনদের চাকরির ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে দূতাবাস। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্রও তুলে ধরেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন
দিবসটি উপলক্ষ্যে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি হাজী আবুল কাশেম ও মো. জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠান জনতা গ্রুপকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।
এনএফ