জাগো নারী জাগো এই স্লোগানকে সামনে রেখে স্পেনে মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা’র উদ্যোগে ঝালমুড়ি-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় হলরুমে এ প্রকল্পের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। 

অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহির সভাপতিত্বে ও ইছিয়ার গনছালেছের সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আফরোজা রহমান, গাইনী বিভাগের ডাক্তার রোসা, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি পেপা টরেস, রেইনা সুফিয়ার ডিরেক্টর ছারা, ক্যাসিনো রেইনার ডিরেক্টর ক্রিস্টিনা, মাস মাদ্রিদের রিতা মায়েস্ত্র, খসে গ্রাসিয়া কাস্তিয়ানো, কমিউনিদাদ মাদ্রিদের মানোয়েলা, পার্টি সোসালিস্টার মানোয়েল, মারিয়া, আন্তনিও, মারিও, সিলভিয়া, সার্না ফার্নান্দেজসহ স্প্যানিশ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

এসময় উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর দীন মোহাম্মদ ইমাদুল হক, কাউন্সিলর (শ্রম উইং) মোতাসিমুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের সভাপতি আবুল কাশেম মুকুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলসহ প্রবাসী বাংলাদেশি নারীরা।

অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহি বলেন, আমরা আমাদের প্রকল্প ঝালমুড়ি-২ উদ্বোধন করেছি কমিউনিটির উন্নয়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে মাদ্রিদে বাংলাদেশি নারীদের একীভূত করার জন্য।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা প্রবাসী নারীদের জন্য যে কর্ম সংস্থান ও সেলাই প্রশিক্ষণ চালু করেছে তার ভূয়সী প্রশংসা করেন।

পিএইচ