লন্ডনে ঘরের জানালা ভেঙে বাঙালি পরিবারের ২৫ ভরি সোনা চুরি
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারের ঘরের জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও অনেক মূল্যবান জিনিস চুরি করেছে দুর্বৃত্তরা।
গত ১৩ জানুয়ারি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের নিউবাড়ি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
লন্ডনের ইলফোর্ডের ফ্রেন্ডস ক্যাফে সুইটসের কর্ণধার ও ওই বাড়ির কর্তা হানিফ মোহাম্মদ মুকুল ঢাকা পোস্টকে জানান, তিনি পরিবার নিয়ে অন্যতম বাঙালিপাড়া ইলফোর্ডের নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় দেড় দশক যাবৎ বসবাস করছেন। ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
৩/৪ ঘণ্টা পর ফিরে এসে বাসার দরজা খোলার চেষ্টা করলেও খুলতে পারেননি। পরে ঘরের পেছনে গিয়ে দেখতে পান পেছনের জানালাটির নিচের অংশ অনেকটা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখতে পান সব কিছু এলোমেলো। তখন বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে।
গৃহকর্তা মুকুল বলেন, ইদানীং লন্ডনে এ রকম চুরি হচ্ছে। চোর আগে থেকেই টার্গেট করে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, চুরির ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।
লন্ডনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাংবাদিক আহমেদ শামীম ঢাকা পোস্টকে বলেন, এ রকম চুরির ঘটনা লজ্জাজনক ও দুঃখজনক। একটি সভ্য দেশে ঘরের মধ্য এসে জানালা ভেঙে চুরির ঘটনা মানুষের জানমালের জন্য হুমকিস্বরূপ। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ, কাউন্সিল ও পুলিশ প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত। তারা ঘরবাড়ির নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ যাবে কোথায়।
কেএ