কানাডার মন্ট্রিয়েলে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রচণ্ড শীত অপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডাউনটাউনে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানো হয়।

মন্ট্রিয়েলে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের ব্যক্তিবর্গ ভাষাশহীদদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে কানাডা ও কুইবেক বিএনপির যৌথ উদ্যোগে প্রভাত ফেরীর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা এবং প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। সভায় ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে চায়। দমন-পীড়ন সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ আছি ‌এবং থাকব। বিশেষ করে আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি আমাদের এক দফা আন্দোলন, দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত এই ফ্যাসিস্ট  অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এক দফা আন্দোলন চালিয়ে যাব।

কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন— কুইবেক বিএনপির সহ-সভাপতি নওশাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ সুয়েব, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আজিজ, তাকসিন বাবু, আব্দুল সজীব, মাসুদ আহমেদসহ আরও অনেকে।

এমএ