বিশেষ নয়, আগের মতো স্বাভাবিক বিমান চলাচলের দাবি জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়ম বাতিলেরও আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জারি রয়েছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে আন্তর্জাতিক রুটে নিয়মিত বিমান চলাচল। তবে মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের জন্য চালু রয়েছে বিশেষ বিমান।

বিশেষ বিমানে বাংলাদেশ থেকে ফিরে কর্মস্থল যোগ দিচ্ছেন প্রবাসীরা। তবে এক্ষেত্রে প্রবাসীদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।  অনেক প্রবাসীর জন্য এর খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আর তাই হোটেল কোয়ারেন্টাইন ও বিশেষ বিমান বন্ধ করে স্বাভাবিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন কাতারে বসবাসরত সাধারণ প্রবাসীরা।

করোনার কারণে দীর্ঘদিন দেশে যেতে না পাড়া প্রবাসীরা এ ঈদে পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়া জন্য প্রস্তুতি নিয়েছিলেন অনেকে।

তবে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ছুটিতে গেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের কারণে পড়েছে চিন্তার ভাজ।

এনএফ