পর্তুগালের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুব অল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছে দেশটির ডানপন্থি জোট অ্যালায়েন্স ডেমোক্রেট। সর্বমোট ২৩০টি আসনের মধ্যে ঘোষিত ২২৬টি আসনে তারা ৭৯টি আসন নিয়ে এ জয় নিশ্চিত করেন।

রোববার (১০ মার্চ) দেশটির ১৬তম জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গত সপ্তাহের অগ্রিম ভোট সহকারে ৬৬% শতাংশেরও বেশি ভোট পড়েছে। পর্তুগিজদের পাশাপাশি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিকরাও উৎসবের আমেজে ভোট প্রদান করেন।

বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ৭৭টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, কট্টর ডানপন্থি দল শেগা ৪৮টি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো তৃতীয় শক্তি হিসেবে জাতীয় সংসদে তাদের অবস্থান বজায় রেখেছে।

নির্বাচনে উল্লেখ করার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কট্টর ডানপন্থি দল শেগা রেকর্ড সংখ্যক ৪৮টি আসন পেলেও আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল মাত্র ১২টি। এছাড়া বামপন্থি লিব্রে‌ পার্টির ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগের নির্বাচনে একটি আসন পেলেও এই নির্বাচনে তাদের আসন সংখ্যা ৪টি।

বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি তাদের পরাজয় বরণ করেছে। নির্বাচন পরবর্তী ভাষণে দলটির সেক্রেটারি জেনারেল পেদ্রো নুনো সান্তোস নতুন বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে তাদের অবস্থান নিশ্চিত করেন। তিনি বলেন, যেসব নাগরিক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে তাদের আস্থা ফিরিয়া আনাই হবে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।

বিজয়ী অ্যালায়েন্স ডেমোক্রেট নেতা লুইস মন্টিনিগ্রো বলেন, পর্তুগিজরা পরিবর্তন চেয়েছে এবং পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। তাছাড়া পর্তুগিজরা এমনভাবে ভোট দিয়েছে যাতে জাতীয় সংসদে সব দলের মতামত ও সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকে। তাছাড়া আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

নিয়ম অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুজা সবগুলো দলের সঙ্গে আলোচনাপূর্বক প্রধানমন্ত্রী নির্বাচিত করে সরকার গঠন করবেন। আশা করা যায় চলতি মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতেই নতুন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবে।

পিএইচ