যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। 

স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে গত ২৭শে মার্চ দিবসটি উদযাপনের আয়োজন করা হয়। এতে পর্তুগিজ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি, জাতিসংঘের প্রতিনিধিসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ বাংলাদেশের গৌরবান্বিত স্বাধীনতার ইতিহাস এবং উন্নয়নের রূপরখা তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়নসহ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। নারী ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে বাংলাদেশ স্বল্পসময়ে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। 

রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দর্শনীয় স্থান এবং পর্যটনসমৃদ্ধ ঐতিহাসিক স্থাপনা উপস্থাপনের মাধ্যমে অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান।

অন্যান্য কূটনীতিকরা স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নতির প্রশংসা করেন। পর্তুগালে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমজে