ঢাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই উত্তরার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী উত্তরায় অভিজাত এক রেস্টুরেন্টে রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচ থেকে ৫০তম ব্যাচের সব বিভাগের প্রায় তিনশ প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক অধ্যাপক হামিদা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শিক্ষকের মৃত্যুতে দোয়া কামনা করে দুপুর থেকে কোরআন খতম করা হয়।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের পেয়ে আড্ডা-আলোচনায় ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে।

এসএসএইচ