কুয়েতে প্রবাসীদের নিয়ে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) কুয়েতের কাবাদ হিজিলে কুয়েত আল হুদা পাঠক ফোরাম ও ইসলাম প্রেজেন্টেশন কমিউনিটির (আইপিসি) উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী, বনভোজন ও ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মরুভূমির হিজিল অঞ্চল পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। যেখানে বাংলাদেশি খেলাধুলা, যেমন হাড়িভাঙ্গা, রশি টানা, বাস্কেট বল নিক্ষেপসহ নানা খেলায় মেতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া কুরআন, ইসলামী সংগীত, নাত ও রমজান শীর্ষক লিখিত প্রতিযোগিতা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আইপিসির দায়িত্বশীলরা।

এই উৎসবে মনোমুগ্ধকর নাটক অভিনয় উপস্থাপন করেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি সাংস্কৃতিক গ্রুপ। আপ্যায়ন ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে গধূলির আভায় শেষ হয় উৎসব।

এসএসএইচ