অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম, যা সংক্ষেপে এবিবিএফ নামে পরিচিত। সংগঠনটি কাজ করছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করে দুদেশের অর্থনীতিতে অবদান রাখতে। সেই প্রয়াসে এবার সংগঠনটি বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী ও এবিবিএফের একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রতিমন্ত্রী এ আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ও ইপিবির কর্মকর্তা এবং এবিবিএফের সভাপতি আব্দুল খান রতন, পরিচালক মোজ্জামেল হক বাবু, পরিচালক শফিক শেখ উপস্থিত ছিলেন।

এমজে