কানাডার স্থানীয় সময় শনিবার (১৮ মে) টরেন্টোর বাংলা টাউনে স্থানীয় এক হোটেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, লেখক মনোয়ারুল হকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান স্বপনের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী, মনোয়ারুল হকের সহযোদ্ধা ও বন্ধুরা এই সভায় অংশ নেন।

আলোচনা করেন ড. মুইন হোসেন, মাহাবুব আলম, মনিরুজ্জামান মনি, সুমন জাফর, মুস্তাফিজ খান পাপ্পু, শামীমা জেবা, ইকলিমুর রেজা, নয়ন হাফিজ, ইকবাল লোদী, আজফর সৈয়দ ফেরদৌস, আরিফ মোহেন প্রমুখ।

বক্তারা মনোয়ারুল হকের দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রয়াত হকের স্বৈরাচার এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাহসী নেতৃত্বের।

তারা বলেন, মনোয়ারুল হক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। লিখেছেন বেশকিছু বই, কাজ করেছে দেশের স্বাধীন শিল্প বিকাশেও।

এমএসএ