প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদের সঙ্গে লন্ডনে বসবাসরত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদ।

মতবিনিময় সভায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারাসহ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকার তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার ওপর গুরুত্বারোপ করে ইমরান আহমেদ বলেন, জাপান ও কোরিয়ায় বিভিন্ন ধরনের কারিগরি কাজের সুযোগ রয়েছে। আমাদের এলাকার তরুণ প্রজন্মকে এ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন উল্লেখ করে এমপি ইমরান আহমেদ বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সাথী হয়ে প্রবাসীরা যেই অবদান রেখে চলেছেন তা অতুলনীয়। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রবাসীরা থাকবেন বলে আশা ব্যক্ত করেন। বিমানের ভাড়া সহনীয় করা, প্রবাসী হয়রানি বন্ধ, সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর করার উদ্যোগ নিতে ইমরান আহমদকে অনুরোধ করেন অনুষ্ঠানের বক্তারা। সভায় সিলেট-তামাবিল রোডে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও গোয়াইনঘাট লাভু থেকে দেয়ার গ্রাম রাস্তা পাকা করার দাবি জানানো হয়।

সাবেক মন্ত্রী সভায় উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জিএসসি ইউকের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন রবিল পাল, গোয়াইনঘাট ওয়েলফেয়ারের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আব্দুল মালিক কুটি ও ট্রেজারার মো. আবুল মিয়া, কেয়ারার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন নূরুল আলম, ব্যারিস্টার আবু সাদ্দাত সুহেল ডালিম, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুবিন, কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম, ইকরা বাংলা টিভির নিউজ প্রধান শাহীন খান, সাংবাদিক খালেদ মাসুদ রনি, গোলাম সাদেক, খালেদুল কিবরিয়া, আব্দুস সুবহান, তুরাব আলী, সালেহ আহমদ, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সভাপতি মিসবাহ উদ্দিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদ, জামাল আহমদ, ইয়াছিন, মিহাদ আহমেদ, দেলওয়ার হোসেন, মোবারক হোসেন প্রমুখ।

জেডএস