সাবেক ছাত্রনেতা শফী আহমেদের মৃত্যুতে পিডিআই কানাডার শোক
নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদের মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই), কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস ও সাধারণ সম্পাদক মনির জামান রাজু শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এতে বলা হয়, সাবেক ছাত্রনেতা শফী আহমেদ সোমবার (৩ জুন) নিজ বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ও সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তার মৃত্যুতে চারদিকে শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
তুখোড় এ ছাত্রনেতা রাজনীতি থেকে বিদায় নিয়ে নেত্রকোনা ভাটি অঞ্চলের মানুষের আপনজন হয়ে ওঠেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অন্যায়ের বিরোধিতা করে গেছেন। এ দেশপ্রেমিক নেতার মৃত্যুতে গণতান্ত্রিক আন্দোলনের এক গভীর শূন্যতা তৈরি হলো। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ও মৌলবাদ বিরোধী সংগ্রামে শফী আহমেদের লড়াকু যে ভূমিকা তা বাংলাদেশি মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
এসএসএইচ