ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য দেলওয়ার হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মো. সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মামুনুর রশীদ খান, আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, আমিন উদ্দিন, জুবায়ের সিদ্দিকী, কামরুজ্জামান কামরান, টিপু রহমান, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ ও মো. আবু সাঈদ রাজীব প্রমুখ।

দীর্ঘ আলোচনার পরে সভায় সিদ্ধান্ত হয় যে, জুলাই মাসে নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সকল সম্মানিত ট্রাস্টিবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সেপ্টেম্বর মাসে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। অক্টোবর মাসে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষা সফরের আয়োজন করা হবে।

সভায় আরও আলোচনা হয় ঢাকা দক্ষিণ এবং ব্রিটেনে ঢাকা দক্ষিণবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে।

পরিশেষে যাদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন রকমের সহযোগিতায় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ব্রিটেনে সুপ্রতিষ্ঠিত সংগঠনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 

এছাড়া, সংগঠনের মারা যাওয়া সম্মানিত সদস্যদেরর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।

কেএ