মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যও যে এতো মনোমুগ্ধকর হতে পারে তা জায়গাটি দেখলেই বোঝা সম্ভব। যদিও খারিফে সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকেই লক্ষ পর্যটক আসেন খারিফ দেখতে। বিদায়ী বছরের খারিফ মৌসুমে ৮ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

যাতে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে মিল রয়েছে। এই সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের।

খারিফের সময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা। প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের।

তবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে- এ যেন এক টুকরো বাংলাদেশ।

প্রসঙ্গত, খারিফ হচ্ছে একটি আরবি শব্দ। যা দক্ষিণাঞ্চলীয় ওমান, দক্ষিণ পূর্ব ইয়েমেন, দক্ষিণ পশ্চিম সৌদি আরব এবং সুদানে দক্ষিণ পূর্বাঞ্চলীয় মৌসুমি বায়ুকে বোঝানো হয়। সালালাহর মতো শহর গুলো খারিফ মৌসুমের পানি সরবরাহের উপর নির্ভর করে।

পিএইচ