কিম বামগিল

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী কিম বামগিল (৬৫) করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হলে গত ৯ এপ্রিল কোরিয়ান দূতাবাসের সহযোগিতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার (৫ মে) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বাংলাদেশে বয়লার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি ব্যবসার কাজে বাংলাদেশে এসেছিলেন। ঢাকায় আসার কিছুদিন পর তিনি করোনায় আক্রান্ত হন।

কোরিয়া প্রবাসী আসাদ জানান, কিম বয়লার ব্যবসার কাজে বাংলাদেশে এসেছিল। এসেই করোনায় আক্রান্ত হন। বাংলাদেশে আইসিইউ বেডের সংকট থাকায় কোরিয়ান দূতাবাসের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতালে তার আইসিউ’র ব্যবস্থা করা হয়।

একটি সূত্র নিশ্চিত করেছে, কিম বাংলাদেশে এসেই করোনা পজিটিভ হন। ৯ এপ্রিল আক্রান্ত হওয়ার পর তার জন্য আইসিইউ বেডের ব্যবস্থা করা যায়নি। পরে কোরিয়ান দূতাবাসের হস্তক্ষেপে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে আজ (বুধবার) মারা যান তিনি।

এদিন বিকেল ৪টায় কিম বামগিলের সৎকার সম্পন্ন হয়। 

ওএফ