পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠান পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমির প্রস্তাবিত প্রকল্প ‘কমিউনিটির জন্য স্বাস্থ্যসেবা’ (সাউড পারা আ কমিউনিদাদ) সরকারের স্বাস্থ্য সেবাবিষয়ক কার্যক্রমের জন্য নির্বাচিত হয়েছে। 

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করেন।

পর্তুগালের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গতিশীল ও সহজলভ্য করার জন্য 'বাইরো সৌদাভেইস' নামে একটি প্রকল্প চালু করা হয়। যাকে বাংলায় স্বাস্থ্যকর প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া ৭৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানকে নির্বাচিত হয়। এ প্রকল্পের জন্য পর্তুগাল সরকার প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ফলে আগামী এক বছর সরকারি অর্থায়নে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে পারবে প্রতিষ্ঠানটি।

এ কর্মসূচির আওতায় এখন থেকে সপ্তাহে তিন দিন একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও নার্স স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কমিউনিটি স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেবেন।

এসকেডি