প্রকাশিত হলো লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের প্রবন্ধগ্রন্থ ‘চিত্রকলার জগৎ’। বইটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। বইটি প্রবন্ধ শাখায় ‘অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’ পেয়েছে।

বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, চিত্রকলার প্রতি আমার আগ্রহ বহুদিনের। আমি শিল্পবোদ্ধা নই, ভালোবাসা থেকে চিত্রকলা নিয়ে লিখি ও পড়ি। কোনো এক্সিবিশন হলে আগ্রহ নিয়ে দেখতে যাই। এ গ্রন্থে চিত্রকলা বিষয়ক ১৩টি প্রবন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, প্রবন্ধগুলোতে আমি শিল্প ও শিল্পীর নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। এ গ্রন্থে যেমন রয়েছে ভ্যান গঘ, সালভাদর দালি, পিকাসোর মতো বহুল পরিচিত ও প্রতিষ্ঠিত শিল্পীরা, তেমনি রয়েছে বাংলার চিত্রশিল্পীদের নিয়ে আলোচনা। পাশাপাশি শিল্পীর দায়, বন্ধুত্ব, দ্বন্দ্ব, সংগ্রাম, প্রতিবাদসহ নানা বিষয় ধারণ করে আছে গ্রন্থটি। আশা করি, লেখাগুলো পাঠকদের ভালো লাগবে।

বইটি প্রসঙ্গে শান্তিনিকেতনের লেখক ও গবেষক স্বাতী ঘোষ বলেছেন, মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করেছেন। প্রবন্ধ সংকলনে প্রবন্ধের নির্বাচন এবং বিন্যাস দুইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি তার এই বইটি বহু পাঠকের মনে চিত্রকলার বিপুল সমারোহ বিষয়ে উৎসাহী করে তুলবে।

‘চিত্রকলার জগৎ’ বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশকাল নভেম্বর ২০২৪। মূল্য ৩০০ টাকা। বইটি অনুপ্রাণন ডটকম থেকে কেনা যাবে। কুরিয়ারে পেতে যোগাযোগ : ০১৭৬৬-৬৮৪৪৩৬।

এমএন