আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে এবার জনপ্রতি ফিতরা ধরা হয়েছে ২৫ দিরহাম। আমিরাতে ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে।

প্রবাসীরা চাইলে ২৫ দিরহামের সমপরিমাণ টাকা বাংলাদেশে দিতে পারবেন। তবে আমিরাতের ঈদুল ফিতরের নামাজের আগেই এ ফিতরা পরিশোধ করতে হবে।

যদি বাংলাদেশের ঈদের সময় এ ফিতরা দেওয়া হয় তাহলে ফিতরা আদায় হবে না। সেটি সদকা হিসেবে গণ্য হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন দুবাইয়ের আল জারওয়ানি মসজিদের পেশ ইমাম হাফেজ নুর হোছাইন।

আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, যাকাত আল ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ব্যক্তি ২৫ দিরহাম নগদ অথবা ২.৫ কেজি চালের সমান। 

আমিরাতে বসবাসরত সব মুসলিম-পুরুষ, নারী, যুবক এবং বৃদ্ধ- যারা আর্থিকভাবে বা খাদ্যের মাধ্যমে যাকাত দিতে সক্ষম, তাদের উপর তা ফরজ।

এমএসএ