পর্তুগালের রাজনীতিতে নতুন ইতিহাস
পর্তুগালে গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় সংসদের আগাম নির্বাচনে চূড়ান্ত ফলাফলে দেশটির স্বাধীনতার ৫০ বছর ইতিহাসে প্রথমবারের মতো দুটি দল বা জোটের বাইরে তৃতীয় দল হিসেবে শেগা দেশটির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের স্থান অর্জন করেছে। যা দেশটির রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
জাতীয় সংসদের সর্বমোট ২৩০টি আসনের মধ্যে জাতীয় ভূখণ্ডের ২২৬টি আসনের ফলাফল গত ১৮ মে ঘোষণা করা হয়। অবশিষ্ট চারটি আসনের ফলাফল বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত পর্তুগিজ নাগরিকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয় বুধবার (২৮ মে)। এই ৪টি আসনের মধ্যে ডেমোক্রেটিক এলায়েন্স (এডি) ২টি এবং শেগা ২টি আসন লাভ করে।
বিজ্ঞাপন
ফলে ইতোপূর্বে জাতীয় ভূখণ্ডের ফলাফলে ৫৮টি আসন নিয়ে সমান অবস্থানে থাকা সোশ্যালিস্ট পার্টি (পিএস) এবং শেগার মধ্যে ব্যবধান বেড়েছে। শেগা দলের আসন বেড়ে দাঁড়িয়েছে ৬০টিতে। শেগা দলটি দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়ে দেশটির প্রধান বিরোধী দলের স্থান অর্জন করেছে।
১৯৭৪ সালের দেশটির স্বাধীনতার পর গত ৫০ বছরে সংবিধান রচনায় উল্লেখ্যযোগ্য অবদান রাখা দুটি দল পিএস এবং পিএসডি/এডি দেশটির জাতীয় সংসদের সরকার অথবা প্রধান বিরোধী দলে তারা তাদের নিজেদের অবস্থান বজায় রেখে আসছিল। বর্তমান নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সোশ্যালিস্ট পার্টি (পিএস) দেশটির তৃতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ঘটনাকে দেশটির নাগরিকরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। ৭৪ বছর বয়সী পর্তুগিজ নাগরিক ম্যানুয়েল জানান, কঠোর ডানপন্থিদের উত্থান দুঃখজনক। তবে দুটি দল ১৯৭৪ সালের ২৫ এপ্রিল পরবর্তী ৫০ বছর শাসন করলেও আমাদের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতা দখলকারী দুটি দলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। সুতরাং জনগণ এখন তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চায়।
অপরদিকে সোশ্যালিস্ট পার্টির (পিএস) বিপর্যয়ের কারণে দলনেতা পেত্র নুনু সন্তোষ গত ১৮ মে রাতে জাতীয় ভূখণ্ডের নির্বাচনের ফলাফল ঘোষণা পরপরই পদত্যাগের ঘোষণা দেন। দলটি সামনে নতুন নেতা নির্বাচিত করবে। ইতোমধ্যে দলনেতা হিসেবে স্পেশালিস্ট পার্টি সরকারের অতি পরিচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জোযে লুইস কারনেইরো প্রার্থিতা উপস্থাপন করেছেন।
সোশ্যালিস্ট পার্টির (পিএস) সম্ভাব্য পরবর্তী দলনেতা হিসেবে জোযে লুইস কারনেইরো ইতোমধ্যেই নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমকে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রে এটা খুবই স্বাভাবিক। তবে দলের ফলাফল বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে দলের দায়িত্ব গ্রহণ করার পর ঐতিহাসিক দলটির প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন তিনি।
অপরদিকে দেশটির নতুন রাজনৈতিক শক্তি কট্টর ডানপন্থি দল শেগার দলনেতা আন্দ্রে ভেন্তূরা বলেন, দেশে নতুন যুগের সূচনা হয়েছে, জনগণ পরিবর্তন চায়। জনগণ দুই দলের শাসনে অতিষ্ঠ এবং তারা বিশ্বাস করে তাদের দলের মাধ্যমেই পর্তুগালের উন্নতি সম্ভব। এ কারণেই পর্তুগিজ নাগরিকরা তাদের ওপর আস্থা স্থাপন করেছে।
তিনি বলেন, দল গঠনের পর গত ছয় বছরে আমরা এখন দ্বিতীয় রাজনৈতিক শক্তি, আমরা থেমে থাকব না, আরও এগিয়ে যাব। আমরা দেশের ক্ষমতা গ্রহণের খুব কাছাকাছি রয়েছি। বর্তমানে বিরোধী দলে থেকে দেশের কল্যাণে কাজ করতে চাই। তবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদের কাছে আরও বিভিন্ন প্রস্তাবনা রয়েছে।
উল্লেখ্য, ডানপন্থি জোট ডেমোক্রেটিক এলায়েন্স (এডি)। সর্বোচ্চ ৯১টি আসনে জয়লাভ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী শেগা থেকে সরকার গঠনের বিষয়ে দলটি বিজয় নিশ্চিত করেছে। জাতীয় সংসদের ২৩০টি আসনের মধ্যে সোশ্যালিস্ট পার্টি (পিএস) ৫৮টি, শেগা ৬০টি , ইনেসিয়েটিভ লিবারেল (ইএল) ৯টি, লিব্রে ৬টি, সিডিউ ৩টি , লেফট ব্লক ১টি , পান ১টি এবং প্রথমবারের মতো জেপিপি ১টি আসনে জয়লাভ করেছে।
এসএসএইচ