মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান, যুক্তরাষ্ট্রের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী। স্থানীয় সময় রোববার রাতে ওয়ারেন শহরের বাংলাদেশি অভিজাত আলিফ রেস্টুরেন্টে সংগঠনটির জাঁকজমকপূর্ণ এক অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়েদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন বিদায়ী সেক্রেটারি অ্যাডভোকেট দীপক চৌধুরী। নতুন কমিটির সবাইকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে বরণ করা হয়। পরে শপথবাক্য পাঠ করানোর পর নতুন কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এরপর সংগঠনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নজরুল ইসলাম বদরুল-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি তরিক উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি দিলোয়ার হোসেন ও ইফতেখার আহমেদ হেলাল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অরবিন্দু চৌধুরী মৃদুল, ফ্রিজারল্যান্ড স্কুল বোর্ডের সদস্য খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটির রিভিউ কমিশনার ফয়সল আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম আহমেদ, বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, ওয়ারেন সিটির ট্যাক্স ইনক্রিমেন্ট ফাইন্যান্স কমিশনার কবির আহমেদ, সাবেক শিক্ষক আক্তার হোসেন মাসুক, সাবেক ইউপি সদস্য রসেন্দ্র দাস লাল।
বিজ্ঞাপন
বক্তারা সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে গেলে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট ভ্রমণের আহ্বান জানান তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সল আহমেদ মুন্না, কানাইঘাট সমিতির সভাপতি শরীফ উদ্দিন, গ্রেটার কুমিল্লা সমিতির সেক্রেটারি আরিফুর রহমান, গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, বড়লেখা সমিতির সেক্রেটারি কামাল পাশা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোস্তাক আহমেদ, আবদুল বাসিত, সিরাজুল ইসলাম মুরাদ, জুবের আহমেদ, খসরু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ। এছাড়া আশরাফুল আমিন, হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, জালাল আবেদীন, ওলিউর রহমান, আবুল হাসনাত রতন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, সালমান আহমেদ, রানু মিয়া, শামসুদ্দিন, হারুনুর রশিদ, মঈনুদ্দিন, মামুনুর রশিদ, আব্দুল খালিক, জাকির মুন্না বক্তব্য রাখেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংগীত পরিবেশন করেন স্থানীয় কণ্ঠশিল্পী সাফি চৌধুরী।
এমজে