ব্রুকলিনের সড়কে এনওয়াইপিডি ট্রানজিট পুলিশের অবসরপ্রাপ্ত এক অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিউইর্য়ক পোস্ট এ খবর জানিয়েছে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে অবসরপ্রাপ্ত নগর সংশোধন কর্মকর্তা রবার্ট ভেলাস্কেজের ৮৬ বছর বয়সী বাবা একজন ৩৩ বছর বয়সী ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হন। এ খবর শুনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার থমাস মেরিনান (৫৭) তার বন্ধু রবার্ট ভেলাস্কেজকে সঙ্গে নিয়ে ব্রুকলিনের কেনসিংটনের দিকে একটি পিজ্জারিয়ায় ছুটে যান। 

দুই বন্ধু ৩৩ বয়সী মাইকেল সোটোর মুখোমুখি হওয়ার পর চার্চ অ্যাভিনিউ এবং ইস্ট থার্ড স্ট্রিট সড়কে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ভেলাস্কেজ (৫৩) তার বন্দুক বের করেন। ওই বন্দুকের এক রাউন্ড গুলি মেরিনান ও সোটোকে আঘাত করে। গুলিটি সোটোর হাতে বিদ্ধ হয়ে মেরিনানের বুকে লাগে।

পুলিশ সূত্রে জানা যায়, মেরিনান ২৩ বছর চাকরি শেষে ২০১৫ সালে পুলিশ বিভাগ থেকে অবসর নেন। তিনি ট্রানজিট ডিস্ট্রিক ৩০-এর সদস্য ছিলেন। এনওয়াইপিডির ডেপুটি চিফ জোসেফ গুলোত্তা সাংবাদিকদের বলেন, ‘প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ৫৩ বছর বয়সী পুরুষটি তার আগ্নেয়াস্ত্র বের করেন। যার এক রাউন্ড গুলি দুই ব্যক্তিকে আঘাত করে।’

গুলিবিদ্ধ দুই জনকেই মাইমনাইডস মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। 
মঙ্গলবার (৮ জুন) নিউইর্য়েকর মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘সত্যি, সত্যিই এটি এক ভয়াবহ ক্ষতি। আমি অফিসারের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

স্থানীয় একটি পিৎজা শপের মালিক নাটালি বলেন, ‘আমার মনে হচ্ছে আমি এক ভাইকে হারালাম।’  তিনি আরও বলেন, ‘তিনি ভালো লোক ছিলেন। সবসময় আমার এবং আমার কর্মীদের খোঁজ নিতেন। দোকানে তিনি নিয়মিত আসতেন।’

এসএসএইচ