ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-অর্থবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী শামীম ইকবাল খানের মা মাহমুদা খানম (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা মরহুমের নিজ গ্রাম মাগুরা জেলার সদর থানার বগিয়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় রাজধানী ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ৬ ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

এমএন