সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে স্ট্রোক করে মোহাম্মদ মহিন উদ্দিন (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মহিন উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা সোনার বাপ বাড়ির বাসিন্দা। তিনি নুরুল হক (বাঁশি)-এর ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই তাজু, যিনি নিজেও আবুধাবি প্রবাসী।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ আবুধাবি সেন্ট্রাল মর্গে হস্তান্তর করা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহিন উদ্দিনের ছোট ভাই।

এমএসএ