লন্ডনে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামীমের মায়ের জন্য দোয়া অনুষ্ঠিত
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-অর্থবিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী শামীম ইকবাল খানের মা মাহমুদা খানমের জন্য দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ মাগরিব পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি এবং তার অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রবাসী সাবেক ছাত্রদলের নেতারা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মো. নোসরুল্লা জুনায়েদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাহাবুব রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম রিবলু, যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি মো. গুলজার হোসাইন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন জাহিদ, যুক্তরাজ্য মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তুহিন ইসলাম, যুক্তরাজ্যে যুবদলের সম্পাদক মো. এসকে নাসির, যুক্তরাজ্যে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, মো. তানিম ইসলাম, মো. হাদিউল ইসলাম, মো. মাহাবুব ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.কাজল জালালি, ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. তুহিন, মো. শাওন ইসলাম, মো. শাওন, মো. আমিনুর রহমান, মো. বাকি বিল্লাহ, মো. খালিদ রাজু, মো. রেদোয়ান আহম্মেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক মো. নিয়াজ আহম্মেদ, মো. ব্যারিস্টার ফয়সাল, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য কবি মো. কাউসার, মো. উজ্জ্বল, মো. লিলু হোসেন প্রমুখ।
এর আগে গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় রাজধানী ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা খানম মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ছয় ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিজ্ঞাপন
এমএন