ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সহকারী হাইকমিশন এ অনুষ্ঠা‌নের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ও পোস্টারসমূহ প্রদর্শিত হয়।

এরপর আয়োজিত আলোচনা সভায় আলোচকগণ জুলাই জাগরণে প্রবাসীদের ভূমিকা ও এ আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ব্যক্তিগত স্মৃতিচারণা করেন। আলোচকবৃন্দ, তাদের বক্তব্যে প্রায় সবাই একটি সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সহকারী হাইকমিশনার তার ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে দেশ ও জাতিগঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম এর ওপর আলোকপাত করেন। তিনি আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করত পেশাদারি মনোভাবের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সরকারি সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

এনআই/এমএ