মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও লিওরনা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো সেরি শহীদ উল্যাহ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ড. এম কে রহমান আরিফ, আরিফুল ইসলাম বিলাত, মো. ইমাম হোসেন, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ শওকত, মোহাম্মদ বাবুল, মাইনুল ইসলাম, মনির হোসেন, সাইফুল ইসলামসহ অন্য শাখা কমিটির নেতারা।

বিআরইউ