মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে মুমিনুল
মালয়েশিয়ায় প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় কুয়ালালামপুরের অদূরে ইউকেএম ক্রিকেট ওভালে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।
উদ্বোধনী বক্তৃতায় মুমিনুল হক বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ করেন। প্রবাসে ব্যস্ততার মাঝে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে এক মিলনমেলা হয়ে গেল। কর্মব্যস্ত প্রবাসীরা মানসিক প্রশান্তি ও বিনোদন পাওয়া সুযোগ হয়েছে। এ রকম টুর্নামেন্ট কয়েক মাস পর পর আয়োজন করলে ভালো হয়। এই টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাই।
বিজ্ঞাপন
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মো. সাইফুদ্দিন, সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, মো. সভাপতি আব্দুল মোবিন ভুঁইয়া, মো. সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মো. আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম।
প্রবাসী ক্রিকেটারদের নিয়ে গঠিত মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকৃত ৪টা মাঠে এক যোগে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
ইউকেএম ক্রিকেট ওভালে উদ্বোধনী ম্যাচে খেলা হয় পেনাং গ্লাডিয়েটর বনাম বিডিসিসি দল। ১২ ওভারের খেলায় প্রথম ব্যাট করতে নেমে পেনাং গ্লাডিয়েটর ৫ উইকেটে ২২৯ রান তুলে নেয়। পেনাং গ্লাডিয়েটর তাহসিন ২৯ বলে ৯২ রান, পরান ১১ বলে ৫২ রান ও শাকিল ১৪ বলে ৫১ রান নেন। বিডিসিসি দল ৮ উইকেটে ১২০ রানে করে। ১০৯ রানে জয়ী পেনাং গ্লাডিয়েটর। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পেনাং গ্লাডিয়েটরের তাহসিন।
কাজাং হাইস্কুল মাঠে অন্য আরেকটি ম্যাচে পুডু এফসির বিপক্ষে বিএফসিসি দল ৪ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ বিএফসিসি দলের মোহাম্মদ আমির। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন।
বিআরইউ