চলতি বছর বাংলাদেশিসহ ৩৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে চলতি বছর বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্টের মধ্যে দেশব্যাপী পরিচালিত ৯৫০০ অভিযানের মাধ্যমে ১৫২০০০ বিদেশির কাগজপত্র যাচাই করে ৩৫,২২৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। যাদের বেশিরভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে এসেছেন, যারা অভিবাসন নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে দেশটিতে বসবাস করাসহ ভিসার অপব্যবহার করছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সাইফুদ্দিন বলেন, আটকদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা কাগজপত্র ছাড়াই দেশে প্রবেশ করেছেন। একই সময়ে ১৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত।
বিজ্ঞাপন
অন্যদিকে, চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যেই তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
এসএসএইচ